বাংলা সুনির্বাচিত কৌতুক Bangla Selected Jokes

হাসলে নাকি আয়ু বাড়ে- তাই হাসুন, মন খুলে হাসুন, কারণ হাসলে হার্ট / হৃদয় / মন ভালো থাকে => আর মন ভালো- তো সবই ভালো।

অধিকাংশ জোকস অনলাইন থেকে সংগৃহীত- শুধুমাত্র আপনাদের আনন্দ বিধানের জন্যই এই প্রচেষ্টা, কাউকে ছোট বা হেয় করার উদ্দেশ্যে নয় ; তাই এ ব্যাপারে কারো কোন আপত্তি থাকলে এডমিনকে অবশ্যই জানাতে ভুলবেন না।

* * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা বা কৌতুক পোস্ট করতে পারেন।   মানসম্মত লেখা নামসহ সাইটে স্থায়ীভাবে পাবলিশ করা হয় । ধন্যবাদ * * *

*
20) জন সিনা ও দোকানদার

জন সিনা একবার এক দোকানে গেছে রেসলিং এ জয়ী হওয়া ঘড়ি ঠিক করার জন্য।।।
জন সিনা : আমি আমার এই ঘড়িটা ঠিক করতে চাই। কত টাকা লাগবে???
দোকানদার : আপনি যা দিয়ে কিনেছেন তার অর্ধেক দিলেই চলবে।।।
জন সিনা : আমি ঘড়িটা ৩২ টা ঘুসি মেরে পেয়েছি। তো কয়টা দিতে হবে???
-- দোকানদার বেহুশ!!


21) ছাতা মাথায় দিয়ে যাও।

মালিক ও চাকরের মধ্যে কথোপকথনঃ
মালিকঃ আজ গাছে পানি দিছস।
চাকরঃ জ্বী না হুজুর বাইরে তো বৃষ্টি নেমেছে।
মালিকঃ তো কি হয়েছে? ছাতা মাথায় দিয়ে যাও।


22) এক মেয়ে লটারি তে ৫ কোটি টাকা পেয়েছে

এক মেয়ে লটারি তে ৫ কোটি টাকা পেয়েছে !! কোম্পানি চিন্তা করলো হঠাৎ এই সংবাদ মেয়েকে জানালে মেয়ে খুশিতে মরে যেতে পারে। তাই চান্দুকে পাঠানো হল এমন ভাবে বলার জন্য যাতে মেয়ে খুশিতে না মরে..
চান্দু মেয়েকে গিয়ে বললঃ মনে করেন আপনি ৫ কোটি টাকা পেলেন তাহলে কি করবেন ?
মেয়েঃ আপনার সামনে নাচবো, আপনাকে ভালবাসবো, বিয়ে করব শুধু এটাইনা অর্ধেক আপনাকে দিয়া দিব !!!
শালা চান্দু খুশিতে নিজেই মইরাগেল !!


23) ব্যাপারটা কেমন দেখা যায় না ??

একদিন ক্লাসে টিচার প্রশ্ন করলঃ যারা নিজেকে বোকা ভাব তারা উঠে দাঁড়াও !! কেউই উঠে দাঁড়াল না। কিন্তু কিছুক্ষণ পর মুখে একটা শয়তানি হাসি নিয়ে উঠে দাড়াল ক্লাসের সবচেয়ে পাজি ছাত্র বল্টু !!
টিচারঃ ওওও . . .তাহলে তুই নিজেকে বোকা ভাবিস?
বল্টুঃ স্যার, ঠিক তা নয়,,আসলে আপনি একাই শুধু দাঁড়িয়ে আছেন, ব্যাপারটা কেমন দেখা যায় না ???


24) স্ত্রী নতুন সিম কিনে তার প্রিয়তম

স্ত্রী নতুন সিম কিনে তার প্রিয়তম স্বামীকে surprise দেওয়ার সিদ্ধান্ত নিল।
স্বামী বেডরুমে বসে ছিল। তাই স্ত্রী বাথরুমে গিয়ে স্বামীকে নতুন নাম্বার থেকে কল দিল, হ্যালো জানু!
স্বামীঃ (খুব নিচু স্বরে) ডার্লিং,আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি, আমার বউ বাথরুমে, যে কোনো সময় এসে পরব


25) পরিস্কার পরিচ্ছন্নতা

চাকরীর ইন্টারভিউ চলছে
বস : আমরা কাউকে চাকরি দেওয়ার ক্ষেত্রে মাত্র দুইটা rule ফলো করি ।
প্রার্থী : কি কি স্যার?
বস : আমাদের ২য় rule হচ্ছে পরিস্কার
প্রার্থী : কি কি স্যার?
বস : আমাদের ২য় rule হচ্ছে পরিস্কার পরিচ্ছন্নতা । আপনি কি এখানে আসার আগে রুমের বাইরে রাখা ম্যাট এজুতোর তলা মুছে এসেছেন?
জ্বী স্যার”
বস : আমাদের ১ম rule হলো বিশ্বাসযোগ্যতা এবং আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাইরে কোনম্যাট ছিলোই না !!! কাজেই আপনাকে বিশ্বাস করা যাচেছনা


26) চলেন শুরু করি

পুলিশ এক জুয়ার আসরে হানা দিয়ে এক জুয়ারীকে গ্রেফতার করল । থানায় আনার পর জুয়ারী ইন্সপেক্টরকে .......
জুয়ারী : আমাকে ধরে আনা হল কেন ?
ইন্সপেক্টর : ন্যকামো হচ্ছে?? জানিস না তোকে জুয়া খেলার জন্য ধরে আনা হইছে ।
জুয়ারী : ( উল্লাসিত হয়ে ) তাহলে দেরী করছেন কেন? চলেন শুরু করি ।


27) দোকানদার বেহুশ

আবুল ও তার বন্ধু.. গেছে পানের দোকানে...
আবুলঃ একটা পান দেন। .
দোকানদারঃ কি দিয়ে খাবেন ? .
আবুলঃ কেন, দাঁত দিয়ে।
দোকানদারঃ বলছি কিভাবে খাবেন ? .
আবুলঃ চিবিয়ে খাব ?
দোকানদারঃ আরে ভাই, সাথে কি খান ?
আবুলঃ সাথে আমার বন্ধু হাবলু খাঁন।
দোকানদারঃ আরে মিয়া ভাই, আপনি কি জর্দা খান ?
. আবুলঃ জ্বি না।আমি "আবুল খাঁন "!!!! দোকানদার বেহুশ


28) পায়ে জুতা

ঝন্টু : দোস্ত, মেয়েদের প্রপোজ করার সবচাইতে নিরাপদ জায়গা কোনটা
মন্টু : শহীদ মিনার ।
ঝন্টু : শহীদ মিনার কেন ?
মন্টু : কারন ঐখানে কারো পায়ে জুতা থাকে না ৷


29) বিয়ে কি আর হবে না?

চল্লিশ বছর পার হয়ে গেছে তবু বিয়ে করেনি এক লোক। একদিন একজন এর কারণ জিজ্ঞেস করল। লোকটি বলল, সারা জীবন আমি একটা পারফেক্ট মেয়ের খোঁজ করছিলাম।
–তা একটিও পান নি?
–পেয়েছিলাম একটি, কিন্তু সে আবার একটা পারফেক্ট ছেলের অপেক্ষায় ছিল।


* * * এসংক্রান্ত আরও মজার কৌতুক =>> * * *


* * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।