বাংলা সুনির্বাচিত কৌতুক Bangla Selected Jokes

হাসলে নাকি আয়ু বাড়ে- তাই হাসুন, মন খুলে হাসুন, কারণ হাসলে হার্ট / হৃদয় / মন ভালো থাকে => আর মন ভালো- তো সবই ভালো।

অধিকাংশ জোকস অনলাইন থেকে সংগৃহীত- শুধুমাত্র আপনাদের আনন্দ বিধানের জন্যই এই প্রচেষ্টা, কাউকে ছোট বা হেয় করার উদ্দেশ্যে নয় ; তাই এ ব্যাপারে কারো কোন আপত্তি থাকলে এডমিনকে অবশ্যই জানাতে ভুলবেন না।

* * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা বা কৌতুক পোস্ট করতে পারেন।   মানসম্মত লেখা নামসহ সাইটে স্থায়ীভাবে পাবলিশ করা হয় । ধন্যবাদ * * *

*
75) তাকে আর ফিরে পেতে কে চায়?

স্বামী হারিয়ে যাওয়ায় স্ত্রী এক প্রতিবেশীকে সঙ্গে নিয়ে থানায় গেছেন পুলিশকে বিষয়টি জানাতে। পুলিশ তাঁর স্বামীর বর্ণনা জানতে চাইলেন। স্ত্রী বললেন, ‘আমার স্বামীর বয়স ৩৫ বছর, লম্বায় ছয় ফুট চার ইঞ্চি, ঘন কালো চুল, অ্যাথলেটিক শরীর এবং তিনি বাচ্চাদের খুব পছন্দ করেন।’ এ কথা শেষ হওয়ামাত্র ওই প্রতিবেশী বললেন, ‘আরে, তুমি এসব কী বলছ? তোমার স্বামী তো লম্বায় পাঁচ ফুট চার ইঞ্চি, মাথায় টাক আছে আর একদম পাতলা শরীর। কিন্তু তুমি এ কাকে খুঁজতে এসেছ?’ স্ত্রী বললেন, ‘হুম, তা তো আমি জানি। কিন্তু তাকে আর ফিরে পেতে কে চায়?’


76) লজ্জা পাওয়ার কিছু নেই

—আজই একটা পত্রিকায় কী পড়লাম জানো?
—কী?
—বিজ্ঞানীরা বলেছেন, বেশির ভাগ মানুষ দিনে গড়ে ১০ হাজার শব্দ বলে।
—লক্ষ্মীটি, তাতে তোমার লজ্জা পাওয়ার কিছু নেই। তুমি মোটেও সেই গড়পড়তাদের আওতায় পড় না। তুমি তাদের অনেক ওপরে।


77) স্বামী-স্ত্রী'র মধ্যে কথা-৬

স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করল, বিয়ের আগে তুমি কি কারও সঙ্গে প্রেম করেছ? স্ত্রী বলল, হ্যাঁ। স্বামী রেগে বলল, তাহলে ওই হতচ্ছাড়ার নাম বলো। এক্ষুনি গিয়ে দাঁত ভেঙে দিয়ে আসি। স্ত্রী বলল, ওগো, তুমি একা কি তাদের সবার সঙ্গে পারবে?


78) স্বামী-স্ত্রী'র মধ্যে কথা-৭

স্ত্রীঃ তুমি আজ এত তাড়াতাড়ি বাসায় এলে যে!
স্বামীঃ বস্‌ আজ রেগে গিয়ে বললেন, তোমার এক্ষুনি নরকে যাওয়া উচিত।
স্ত্রী: কোনো কথা বললে তোমার কানে পৌঁছাতে এত সময় লাগে কেন?
স্বামী: কানের মধ্যে যানজট তো তাই সিগনাল না ওঠা পর্যন্ত শুনতে পাই না।


79) উকিল ডাকছি-

স্ত্রী: কী বললে তুমি, উত্তরার বাড়িটা আমার নামে লিখে দেবে না? ঠিক আছে, আমি চললাম বাপের বাড়ি।
স্বামী: দাঁড়াও, আমি উকিল ডাকছি।
স্ত্রী: বাড়িটা লিখে দেওয়ার ব্যাপারে?
স্বামী: না, ডিভোর্সের ব্যাপারে।


81 ) রেসের ঘোড়া ডলি

ডলি, ডলি বলে চিৎকার করতে করতে স্বামীর ঘুম ভেঙে গেল।
স্ত্রী উঠে বললঃ কী ব্যাপার, স্বপ্নে ডলি ডলি করছিলে কেন?
স্বামীঃ রেসের সময় আমি ডলি-ঘোড়ার উপর বাজি ধরেছিলাম। বাজিতে জিতেছি। এই নাও ৫০০ টাকা।
কয়েকদিন পর স্ত্রী স্বামীকে বলল, এই শোন, আজ তোমার সেই রেসের ঘোড়া ডলি ফোন করেছিল।


82) নতুন গাড়ি-

নতুন গাড়ির দোকানে ঢুকেছে স্বামী-স্ত্রী। ঘুরে ঘুরে গাড়ি দেখছে।
রোমান্টিক কন্ঠে স্ত্রী বলছে স্বামীকে: আমাকে কি এমন কিছু উপহার দেবে, যেটায় পা দিয়ে একটু চাপ দিলেই তিন সেকেন্ডের মধ্যে কাঁটা উঠে যাবে শূন্য থেকে একশতে? স্বামী কিছু বলল না। কথাটা মনে রাখল।
পরদিন স্বামী কিনে নিয়ে এল একটি ওজন মাপার যন্ত্র। বলল: তুমি তো এটাই চাইছিলে! উঠে দাঁড়ালেই এক সেকেন্ডে কাঁটা উঠে যাবে একশতে।


83) বিবাহ-বার্ষিকী!

স্ত্রীঃ কালতো আমাদের বিবাহ-বার্ষিকী!
স্বামীঃ আমাকে কি করতে হবে?
–কিছু না, এই গোটা পঁচিশেক মুরগির রোস্টের ব্যবস্থা করলেই হবে।
–পঁচিশ বছর আগের ভুলের জন্য আবার পঁচিশটা প্রাণী হত্যা করা কি ঠিক হবে?



84) মাছটাকে মারা-

স্বামী: আজ মাছ রান্না হয়নি কেন?
স্ত্রী: মাছটাকে মারতেই পারলাম না।
স্বামী: কী ভাবে মারার চেষ্টা করছিলে?
স্ত্রী: জলে ডুবিয়ে!


85) এক মাসে এতো লিপস্টিক-

স্বামী : তোমার এক মাসে এতো লিপস্টিক লাগে আমি ভাবতে পারি না, আর কারো এতো লাগে ?
স্ত্রী : আরে লিপস্টিকের অর্ধেকতো তোমার পেটেই যায় ......


* * * এসংক্রান্ত আরও মজার কৌতুক =>> * * *


* * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।