38) থাপ্পড় মারলে কেনো?
স্ত্রী থাপ্পড় দিয়ে স্বামীর গালে বসে থাকা একটা মশা মারলো।
স্বামী:' রেগে গিয়ে, কি ব্যাপার থাপ্পড় মারলে কেনো? .
.
.
স্ত্রী:'আমি বেচে থাকতে অন্য কেউ তোমার রক্ত খাবে। এইটা আমার পছন্দ না।
39) সুইসাইড
স্বামী স্ত্রী ঝগডা শেষেঃ
স্বামীঃ কোথায় যাও তুমি?
স্ত্রীঃ সুইসাইড করতে।
স্বামীঃ এত মেকাপ কেন?
স্ত্রীঃ ওম্মা, কাল সকালে পত্রিকায় আমার ছবি ছাপা হবেনা??
40) ইয়ার্কি আমি একদম পছন্দ করি না
স্বামী স্ত্রীর ঝগড়া হচ্ছে… হটাৎ করে স্ত্রী তার জামাই কে চড় মারল...
স্বামী : এই তোমি কি আমাকে seriously চড় মারলে…??
স্ত্রী : হা..…।
স্বামী : তাহলে তো বেচেই গেলে…তুমিতো জানোই আমি ইইয়ার্কি আমি একদম পছন্দ করি না..…
41) তাহলে এতক্ষণ কে ছিল……?
নব বিবাহিত স্বামী-
স্ত্রী রাতে ট্রেন ভ্রমন করছেন । হঠাৎ পুরো ট্রেনের ইলেক্ট্রিসিটি চলে গেল, বেশ কিছুক্ষণ পর আবার সব আলো জ্বলে উঠলজ্বলে উঠলো…..
স্বামী: আগে যদি জানতাম এতক্ষণ আন্ধকার থাকবে তাহলে এর সদ্ব্যবহার করে অনেকগুলি চুমু খেতে পারতাম।
স্ত্রী: তুমি না……? তাহলে এতক্ষণ কে ছিল……?
42 ) তুমি কি জানো আমার ক্ষমতা??
স্বামী : তুমি কি জানো আমার ক্ষমতা কত?
স্ত্রী : না। একটু দেখাও তো।
স্বামী : ওই যে দেখছ ট্রেনটা আসছে, ওটাকে আমি এখনই থামিয়ে দিতে পারি।
স্ত্রী : দাও তো দেখি।
স্বামী লাল কাপড় উড়িয়ে ট্রেন থামালেন। গার্ড সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নেমে থামানোর কারণ জানতে চাইলেন।
স্বামী : আমি স্ত্রীকে আমার ক্ষমতা দেখাচ্ছিলাম। এ কথা শুনে গার্ড তার পেছনে সজোরে লাথি দিয়ে চলে গেলেন।
স্ত্রী : গার্ড তোমাকে লাথি দিল, তুমি কিছু বললে না?
স্বামী : আমার ক্ষমতা আমি দেখিয়েছি, সে তার ক্ষমতা দেখাবে না!
43) তাড়াতাড়ি পালাও
স্বামী-স্ত্রী একসাথে ঘুমাচ্ছে---
স্ত্রী গভীর রাতে ঘুমের ঘোরে চিৎকার করে উঠলঃ 'তাড়াতাড়ি পালাও! আমার স্বামী ফিরে এসেছে!!!'
স্বামী ঘুম থেকে উঠেই তড়িঘড়ি করে জানালা দিয়ে লাফ দিল.....
44) টাইটানিক ক্যান ডুবছিলো !
ট্যাক্সিতে স্বামী স্ত্রী দুজন দুজনকে Kiss করার সময় ট্যাক্সি ড্রাইভার বারবার পিছে ফিরে দেখছে।
কিছু দূর যাওয়ার পর ট্যাক্সি এক্সিডেন্ট করলো ।
ট্যাক্সি ড্রাইভার-এর মাথায় হাত। বসে আছে আর বলছে - শালা আইজকা বুঝতে পারছি সেইদিন টাইটানিক ক্যান ডুবছিলো।
45) গভীর রাত, স্বামী-স্ত্রী
গভীর রাত, স্বামী-স্ত্রী বেডরুমে।'কারেন্ট নেই',বাইরে ঝিরিঝিরি বৃষ্টি। মৃদুমন্দ বাতাস ।স্ত্রী পেছন থেকে এসে স্বামীর গলা জড়িয়ে ধরল। গালে গাল ঠেকালো। ফিসফিসিয়ে বলল..
স্ত্রীঃ ওগো...
- বলো।
- তুমি কি বুঝতে পারছ আমি এখন কী চাইছি।
- পারছি।
স্বামী- কি...?
স্ত্রী - একটা IPS...
45) বিয়ের আগে তুমি কি ...
(১৯) স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করল, বিয়ের আগে তুমি কি কারও সঙ্গে প্রেম করেছ?
স্ত্রী বলল, হ্যাঁ।
স্বামী রেগে বলল
, তাহলে ওই হতচ্ছাড়ার নাম বলো। এক্ষুনি গিয়ে দাঁত ভেঙে দিয়ে আসি।
স্ত্রী বলল, ওগো, তুমি একা কি তাদের সবার সঙ্গে পারবে?