*

ঘুমের মাঝে মানুষ নানা প্রকারের স্বপ্ন দেখে৷ দিন-ক্ষণ, তিথি-নক্ষত্র ইত্যাদির প্রেক্ষিতে এসমস্ত স্বপ্নের ফল কখনো কখনো সত্যি হয়, মোহাম্মদী খাবনামা অনুযায়ী বিভিন্ন স্বপ্নের বিবিধ ফলাফল দেখতে আদ্যক্ষর অনুযায়ী ক্লিক করুন:-

অ   আ   ই - ঈ   উ   ঋ   ঐ   ও   ঔ   ক   খ   গ   ঘ   চ   ছ   জ   ঝ   ট   ঠ   ড   ঢ   ত   থ   দ   ধ   ন   প   প   ফ   ব   ভ   ম   য   র   ল   শ   স  ষ   হ   ক্ষ   অক্ষর দিয়ে শুরু যত স্বপ্নের ফল

   এছাড়া পঞ্জিকা অনুসারে কোন পক্ষে, কোন দিবসে, কোন সময়ে কিরূপ অবস্থায় স্বপ্ন দেখিলে কিরূপ ফললাভ হয় তা দেখুন। তাছাড়া শরীরের কোনস্থানে কি থাকলে কি হয়? দেখুনঃ- তিলতত্ত্ব , যতুকতত্ত্ব ও কম্পন বৃত্তান্ত ।

খ   গ   ঘ   চ    অক্ষর দিয়ে শুরু যত স্বপ্নের ফল

খ - - -

স্বপ্নে খরগোশ দেখিলে   -   অশান্তিতে কাটাইবে।
স্বপ্নে খাসী দেখিলে   -   ধন-দৌলত লাভ করিবে। স্বপ্নে খাতনা করিতে দেখিলে   -   অর্থ লাভ হইবে।
স্বপ্নে খেজুর খাইতে দেখিলে   -   সুন্দরী স্ত্রী লাভ করিবে। স্বপ্নে খুৎবা পড়িতে দেখিলে   -   নেক কাজে আগ্রহ হইবে।
স্বপ্নে খৈ খাইতে দেখিলে   -   টাকা পাওয়া ও ভালবাসা বৃদ্ধি লাভ করিবে। স্বপ্নে খতীব দেখিলে   -   মহৎ লোকের সাক্ষাৎ লাভের সম্বাবনা।
স্বপ্নে খচ্চর দেখিলে   -   দুঃখ-দুর্দশা ও অভাবের আলামত। স্বপ্নে খনি দেখিলে   -   সুখ-শান্তির নিদর্শন।
স্বপ্নে খালি মাথা দেখিলে   -   বিপদের লক্ষণ। স্বপ্নে খুরমা খাওয়া দেখিলে   -   কন্যা সন্তান ও রূপসী স্ত্রী লাভের লক্ষণ।

গ - - -

স্বপ্নে গরু দেখিলে   -   ভাগ্য সুপ্রসন্ন ও চাকরী লাভ করিবে।
স্বপ্নে গরুর দুধ খাইতে দেখিলে   -   স্বাস্থ্য ভাল হইবে। স্বপ্নে গোলাপ ফুল দেখিলে   -   সম্মান বৃদ্ধি হইবে।
স্বপ্নে গাছ লাগাইতে দেখিলে   -   সৎ পুত্র জন্মিবে। স্বপ্নে গরু লাল রঙের দেখিলে   -   সৌভাগ্যের লক্ষণ।
স্বপ্নে গরম পানি দেখিলে   -   রোগ বৃদ্ধির সম্ভাবনা। স্বপ্নে গলায় খাবার আটকাতে দেখিলে   -   মৃত্যুর সম্ভাবনা ও বিপদের লক্ষণ।
স্বপ্নে গর্দান কাটা দেখিলে   -   রোগ বা ঋণ মুক্তির লক্ষণ। স্বপ্নে গর্ভবতী মেয়েলোক দেখিলে   -   মনোষ্কামনা পূর্ণ হবার নিদর্শন।
স্বপ্নে গান শুনতে দেখিলে   -    বৃথা কাজে সময় নষ্ট করার নমুনা। স্বপ্নে গাছে ফলশূন্য দেখিলে   -   সুন্দরী স্ত্রী ও কন্যা সন্তান লাভের লক্ষণ।
স্বপ্নে গুদাম ঘর দেখিলে   -   ব্যবসায়ে উন্নতির লক্ষণ। স্বপ্নে গোসল করতে দেখিলে   -   ব্যাধি ও বিপদ মুক্তির লক্ষণ।
স্বপ্নে গোঁফ ছোট দেখিলে   -   মানহানির নিশানা। স্বপ্নে গোবর দেখিলে   -   অশুভ লক্ষণ।
স্বপ্নে গোলাগুলি হতে দেখিলে   -   বিপদের আলামত। স্বপ্নে গোসল করিতে দেখিলে   -   রোগমুক্তি ও সুখী হওয়ার লক্ষণ।

ঘ - - -

স্বপ্নে ঘুঘু পাখি দেখিলে   -   সুখ-শান্তি আসিবে।
স্বপ্নে ঘোড়া দেখিলে   -   ধন, সম্পদ ও চাকরী লাভের সম্ভাবনা। স্বপ্নে ঘড়ি দেখিলে   -   মিতব্যয়ী হইবে।
স্বপ্নে ঘুষ দিতে দেখিলে   -   ধন-সম্পদ বৃদ্ধির লক্ষণ। স্বপ্নে ঘর সোনার মত দেখিলে   -   গৃহে অগ্নিকান্ড ঘটার সম্ভাবনা।
স্বপ্নে ঘরে মনি-মুক্তা দেখিলে   -   বিদ্বান হবার নিদর্শন। স্বপ্নে ঘর জনশূন্য দেখিলে   -    ভবিষ্যৎ অন্ধাকারাচ্ছন্ন হবার সম্ভাবনা।
স্বপ্নে ঘরে প্রবেশ করতে দেখিলে   -   স্ত্রীর নিকট হতে সাহায্য লাভের সম্ভাবনা। স্বপ্নে ঘরের ভিতরে চাঁদ দেখলে   -   সুন্দরী স্ত্রী লাভ করিবে।
স্বপ্নে ঘর বিক্রয় করতে দেখিলে   -   হঠাৎ বিপদে পড়ার লক্ষণ।

চ - - -

স্বপ্নে চশমা দেখিলে   -   টাকা পয়সা ও সুন্দরী স্ত্রী পাইবে। স্বপ্নে চাঁদ দেখিলে   -   ব্যবসায় লাভবান হইবে।
স্বপ্নে চাউল দেখিলে   -   কষ্টের সহিত সম্পদ হাছেল হইবে। স্বপ্নে চা পান করতে দেখিলে   -   স্বাস্থ্য ভাল হওয়ার সম্ভাবনা।
স্বপ্নে চাদর দেখিলে   -   সতী নারী পাইবে। স্বপ্নে চন্দ্র দেখিলে   -   রূপসী স্ত্রী ও সুপুত্র লাভ করিবে।
স্বপ্নে চন্দ্র মাটিতে দেখিলে   -   স্ত্রীর গর্ভপাত ও জরিমানা হবার লক্ষণ। স্বপ্নে চক্ষু দেখিলে   -   ন্যায় নীতিতে অটল থাকার নিদর্শন।
স্বপ্নে চুলা দেখিলে   -   সুসংবাদ লাভের সম্ভাবনা। স্বপ্নে চেরাগ জ্বলতে দেখিলে   -   বিপদাপদ ও মৃত্যুর আলামত।
স্বপ্নে চোরের হাতে মার খেতে দেখিলে   -   শুভ লক্ষণ।

ছ   জ   ঝ   ট   ঠ   ড    
অক্ষর দিয়ে শুরু যত স্বপ্নের ফল

* * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।