শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী

এম.এ.(ট্রিপল), সপ্ততীর্থ, বি.সি.এস (শিক্ষা) প্রাক্তন সহযোগী অধ্যাপক (দর্শন) বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ । প্রতিষ্ঠাতা বাংলাদেশ সেবাশ্রম। -এর স্বহস্তে লিখিত গ্রন্থ
মৃত্যু হতে অমৃতলোকে
Krishna vs Arjun @ Gita



Bhogoban Krishner Picture
  • For Ad Contact
    0183 45 45 989









  • Gurudeb Photo Gurudeb Photo

  •  স্ত্রী সংসর্গ বিষয়ে উপদেশ 

    পুরুষের দক্ষিণ নাসায় শ্বাস বহন কালে এবং স্ত্রী বাম নাসায় শ্বাস বহনকালে স্ত্রীসংসর্গ করতে হয়। নচেৎ পুরুষের বাম ও স্ত্রীর দক্ষিণ শ্বাসে সঙ্গম হলে অল্প সময়ে স্থায়ী হয়।
    পুরুষের বীর্য্য অগ্রে পতন হয়, তাতে স্ত্রীদের সংগম আকাঙ্খা মিটে না, তদ্দরুন স্ত্রীদের প্রদরাদি নানারূপ রোগ হয়ে থাকে/বর্তমানে এসব স্ত্রীরোগের প্রাদুর্ভাব একারনেই হয়ে থাকে।
    স্ত্রী সংসর্গের পর পুরুষ দক্ষিণ কাৎ হয়ে শয়ন করবে অর্থাৎ পুরুষের বামশ্বাস প্রবাহিত হবে/স্ত্রী বাম কাত হয়ে শুইবে তাতে দক্ষিণ শ্বাস প্রবাহিত হবে।
    অর্থাৎ স্ত্রীর দক্ষিণশ্বাস প্রবাহিত করাতে হবে। তাতে সঙ্গমজনিত শরীরের ক্ষয়, দুর্বলতা নিবারণ হবে ও শরীরে শান্তি বোধ হবে।

      সংসারে রোগ হবার কারণ  

    ১. মিথ্যা অসুখের ভান করা।
    ২. খাদ্যের বিভিন্নতা অর্থাৎ পার্সিয়ালটি খাওয়া।
    ৩. পাকের কার্য্যে অবহেলা।
    ৪. পাক করিতে খেয়ে চাখা বা অন্যকে দিয়ে চাখা। ৫। বাসি হাঁড়ি পাতিলে অন্ন পাক।
    ৬। স্নান না করে বা রাত্রিবাস কাপড় না ছেড়ে অন্ন পাক করা।

      অভাব হওয়ার বিশেষ কয়েকটি কারণ  

    ১. জিনিস অযথা নষ্ট করা।
    ২. মদ-গাজা প্রভৃতি জিনিস ঔষধার্থে ব্যবহার না করে ফুর্ত্তির জন্য ব্যবহার করা।
    ৩. তাস-পাশা খেলে সময়ের অপব্যবহার/তথা শরীর রক্ষার্থে কোনরূপ ব্যায়াম বা খেলা ধূলা না করা।
    ৪. কোন কাজ না করে বাজে গল্প করা।
    শুধু বসে থাকলে শ্বাস= ১২ আঙ্গুল    ,    গমন সময়ে = ২৪ আঙ্গুল
    দৌড়ালে = ৩৪ আঙ্গুল    ,‌    কথা বা ভোজন = ১৮ আঙ্গুল
    মৈথুন = ৬৫ আঙ্গুল    ,    ঘুম = ১০০ আঙ্গুল

    (১৩)

    পূর্ববর্তী পৃষ্ঠা - পরবর্তী পৃষ্ঠা -


    জয় রাধে শ্যাম

  • সুনির্বাচিত শ্লোকঃ-

    * * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

    জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।