Krishna vs Arjun @ Gita Gitashonb_krishna_picture Gitasongho Member's Photo

Down_Arrow_image গীতাসংঘ বাংলাদেশ Down_Arrow_image

ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ ।
অনাদিরাদির্গোবিন্দঃ সর্ব্বকারণকারণম্।।

শ্রী শ্রী গীতাসংঘের অনুষ্ঠান সূচীঃ

সময়ঃ সন্ধ্যা ৭ ঘটিকা হইতে রাত্র ৯ ঘটিকা পর্যন্ত।

।। ওঁ নমো ভগবতে বাসুদেবায় ।।
: পুরুষোত্তমের আবাহন সঙ্গীত :

আবার বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শনধারী
এসো এসো হৃষীকেশ ধরার ভার হারী ।
বহুদিন গত হয় কুরুক্ষেত্রে ধনঞ্জয়,
শুনেছিল তব মুখে গীতামৃত বাণী।
কত পাপী তাপী তরে গেল তত্ত্ব কথা শুনি ।। ঐ

পালতে বর্ণাশ্রম ধর্ম, বুঝাতে বেদ বিধির মর্ম,
জাগাও আবার লুপ্ত ধর্ম, সুপ্ত হৃদি মাঝে।
আমি জন্মি যেন তোমার নামে, মরি তোমার কাজে ।। ঐ

দাও শ্রদ্ধা দাও ভক্তি, দাও সেবা অনুরক্তি,
ঢাল প্রাণে নবশক্তি গীতামৃত দিয়ে।
আমার নীরস পরাণ সরস কর, তত্ত্ববাণী গেয়ে ।। ঐ

কুরুক্ষেত্রের ঐ জয়গান, গাও হে আবার হে ভগবান,
কাতরেতে করি আহবান, গোলক বিহারী ।।
আবার বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শন ধারী
এসো এসো হৃষীকেশ ধরার ভার হারী ।।এরপর
ওঁ হরি ওঁ ওঁ তৎ সৎ
তুমি হে দেবেশ পরম পুরুষ
ত্রিগুণে ব্যাপ্ত আছে ত্রিজগত । ঐ

সন্ধ্যা পূজা বন্দনা
সকলি তোমারি উপাসনা ।
এ মহান বিশ্ব কি সুন্দর দৃশ্য
তুমি ত করেছ প্রভু রচনা ।। ঐ

গংগা ভাগীরথী সপ্ত সমুদ্র
ব্রহ্মা পুরন্দর তুমি হে রুদ্র ।
তোমাতে সংকল্প তুমি আদি কল্প
তোমাতে হয় প্রভু অচ্ছিদ্র বৎ ।। ঐ

বিন্ধ্য নীলগিরি সুমেরু ধবল
মন্দার গিরিরাজ তুমি হিমাচল ।
ঊর্দ্ধ গগনে তারকা তপনে
চন্দ্র কিরণে আছ জ্যোতির্বৎ ।। ঐ

তন্ত্রে মন্ত্রে গীতা ভাগবতে
বায়ুরূপে আছ তুমি জীবের দেহেতে ।
তুমি বিশ্বব্যাপী তুমি বহুরূপী
তোমাকে করি প্রভু দণ্ডবৎ ।। ঐএরপর
বসুদেবসুতং দেবং কংসচানুরমর্দনম্
দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্ গুরুম্ ।।


পরবর্তী করণীয় দেখুন

সাইট-টি আপনার ভাল নাও লাগতে পারে, তবুও লাইক দিয়ে উৎসাহিত করুনঃ

শেয়ার করে প্রচারে অবদান রাখতে পারেন